কুমিল্লার বুড়িচং উপজেলার রায়পুর গ্রামে মঙ্গলবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুণে দুটি ঘর পুড়ে গেছে। এতে নগদ অর্থসহ কমপক্ষে সাড়ে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের রায়পুর গ্রামের মফিজুল ইসলাম ও তার কন্যা কনিকার ঘরে গতকাল মঙ্গলবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুণের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুণ ছড়িয়ে পাশাপাশি দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ মফিজ জানান,তার ঘরে নগদ ৭০ হাজার টাকা ছিল। আগুনে সেই টাকা সহ দুটি ঘরের প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ময়নামতি ইউপি চেয়ারম্যান লালন হায়দার ও স্থানীয় ইউপি সদস্য শিপন ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের স্বান্তনাসহ সাহায্য সহযোগীতার আশ্বাস দেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com