কুমিল্লা শহরস্থ কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রা:) লিমিটেড(কুমিল্লা টাওয়ার) হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ মার্চ) বিকেলে শর্টসার্কিটের মাধ্যমে ভবনের ২য় তলায় অগ্নিকান্ড এবং ধোঁয়ার সৃষ্টি হয়।
আগুন লাগার খবরে হাসপাতালে ভর্তি রোগী ও রোগীদের সাথে আসা স্বজনরা আতংকিত হয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে কয়েকজন আহত হয়েছে।
খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস টিম ঘটনা স্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। কুমিল্লা টাওয়ার কর্তৃপক্ষ সূত্র জানায়, এ অগ্নিকান্ডে প্রায় ১০/১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক কাজী নজমুজ্জামান জানান, ফায়ার সাভিংসের তিনটি টিম আগুন নিভানোর জন্য কাজ করেছে। একটি তদন্ত টিম গঠন করা হবে। তারা তদন্ত করে দেখবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কি পরিমান ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে এস আই আব্দুর রহিম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে যদি কেউ পরিকল্পিত ভাবে ঘটনাটি ঘটিয়ে থাকে। তাহলে তার বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com