কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউপির ফতেপুর গ্রামের মালিবাড়ীতে রোববার রাতে বিদ্যুৎ সর্ট সার্কিট থেকে আগুন লেগে মৃত তারক চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাসের বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা নগদ ৯৫ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণলংকার, ২৪ ইঞ্চি রঙ্গিন টিভি, ফ্রিজ, দুইটি বাইসাইকেল, ঘরের আসবাবপত্র পুড় ছাই হয়ে যায়। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এবিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষ্ণ চন্দ্র দাস বলেন- রোববার রাতে হঠাৎ করে ঘরের আলনায় আগুন লাগে। এরপর চিকিৎকার দিলে আসে পাশের লোকজন ছুটে আসে আগুন নিবানোর চেষ্টা করে। এর আগে আগুনে পুড়ে ঘর ও আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। আগুন নিবানোর চেষ্টা করতে গিয়ে ডান হাতের কিছু অংশ পুড়ে যায় ও নগদ ৯৫ হাজার টাকা পুড়ে গেছে। সব হারিয়ে আমি এখন নিঃস্ব হয়ে গেছি।
স্থানীয় মেম্বার ফারুক বলেন- আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল গিয়ে আগুন নিবাই। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com