দিদারূল ইসলাম (তুহিন): অবকাশ ফাউন্ডশনের ২০১৭-২০১৮ বর্ষের কার্যকরী পরিষদের নির্বাচন ৩ নভেম্বর অবকাশ ফাউন্ডশনে অনুষ্ঠিত হয় । নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল করিম রিফাত। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: আবদুল্লাহ আল উমর সবুজের চেয়ে ৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছে ২০ ভোট। ফারিয়া হক মাহি ১৯ ভোট নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি। বিনা প্রতিদ্বন্ধিতায় জুনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আক্তার হোসেন রাজু। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিতা মজুমদার মিতু। তিনি পেয়েছেন ২০ ভোট। ২০ ভোট পেয়ে যুগ্ন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক। সাংগঠনিক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে মেহেদী হাসান। কোষাদক্ষ পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে মো. শাহ মোফাজ্জল হোসেন। ২০ ভোট পেয়ে প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. কেফায়েত উল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খাইরুল আনাম, আশিকুর রহমান রিয়াদ, অপূর্ব কাঞ্চন পাল ও মানিক সরকার সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মানিক সরকার মো: আবদুল্লাহ আল উমর সবুজ । মো: রেজাউল করিম রিফাত সভাপতি নির্বাচিত হয়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও ২০১৭-২০১৮ বর্ষে অবকাশ ফাউন্ডেশনের উন্নয়নসহ সকল কার্যক্রমে সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য যে ২০১১ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করেন মানিক সরকার । সংগঠনটির উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন ড: নিলুফা পারভিন, ড: বিশ্বজিৎ চন্দ্র দে, খাইরুল আনাম, আকরামুল ইসলাম সাগর, আশিকুর রহমান রিয়াদ, অপূর্ব কাঞ্চন পাল।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com