করোনাভাইরাসের সংক্রমণ রোধে কুমিল্লার সব বিনোদনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জেলার সব রিসোর্ট, পিকনিক স্পট, পার্ক, কমিউনিটি সেন্টার, কোচিং, সিনেমা হল, ক্লাব বন্ধ থাকবে। ঘরের বাইরে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। কোনো ধরনের মিছিল, সমাবেশ, উৎসব, অনুষ্ঠান করা যাবে না।
আরো জানানো হয়, শপিংমল, হাট-বাজার ও বিপণি বিতানে ক্রেতা-বিক্রেতাকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি ধারণ ক্ষমতার ৫০ ভাগের বেশি যাত্রী নেয়া যাবে না। অপ্রয়োজনীয় ঘোরাফেরা বন্ধ করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে থাকা যাবে না। কর্মক্ষেত্রে সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক। কেউ স্বাস্থ্যবিধি না মানলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com