মনোহরগঞ্জ প্রতিনিধিঃ সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি প্রদান করায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি উপাধিতে ভূষিত করায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আনন্দ মিছিল বের করা হয়। গতকাল আনন্দ মিছিলটি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন,লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নের রুপকার মো: তাজুল ইসলাম এমপি’র হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভেন্ডর, আবুল বাশার মজুমদার, দপ্তর সম্পাদক শহিদ উল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা কুসুম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কমান্ডার আবদুল আজিজ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আবদুল মতিন, যুব ও ক্রীড়া বিসয়ক সম্পাদক আবুল বাশার বাঙ্গালি, সদস্য অহিদুজ্জামান অপু, প্রফেসর সাফায়েত উল্লাহ মজুমদার, উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, যুগ্ন আহবায়ক শফিকুর রহমান শফিক, আবুল বাশার,জিয়াউর রহমান শাহিন জিয়া, মাসুদুল আলম মাসুদ, মো: জানে আলম, সদস্য হারুনুর রশিদ, ইসমাঈল হোসেন বাবুল, আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো: সেলিম কাদের চৌধুরী, যুগ্ন আহবায়ক বেল্লাল হোসেন, রুহুল আমিন, সোহাগ হোসেন, সদস্য সচিব জীবন দেবনাথ টুটুল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: আমিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, সিনিয়র সদস্য মহি উদ্দিনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com