বুড়িচং সংবাদদাতাঃ কুমিল্লা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় রোববার দুপুরে একটি ট্রাক চাপায় আব্বাস আলী (৪০) নামের মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, জেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার রামপুর এলাকায় রোববার দুপুর সোয়া ২ টায় মুরাদনগর থেকে ময়নামতি সেনানিবাসগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হোন্ডারোহী আব্বাস আলীর মৃত্যু হয়।
নিহত আব্বাস আলী জেলার মুরাদনগর উপজেলার আড়ালিয়া উত্তরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র এবং ছাপিতলা মাদ্রাসার প্রিন্সিপাল। ময়নামতি হাইওয়ে থানার এসআই দেলোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান,লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
তবে তিনি কিসের সাথে হোন্ডার সংঘর্ষ হয়েছে সেটা জানাতে পারেননি। এদিকে স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সুত্র জানায়,সড়ক ও জনপথ বিভাগের একটি ট্রাক চাপায় হোন্ডারোহীর মৃত্যু হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com