ডেস্ক রিপোর্টঃ উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচারের ব্যাটিং দাপটের পর বেশ কয়েকটা উইকেট তুলে নিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আফগান স্পিনার রশীদ খান ও মোহাম্মদ নবীর আঁটসাঁট বোলিংয়ে ম্যাচটা প্রায় পকেটে পুরে ফেলেছিল কুমিল্লা। শেষ ওভারে সিলেটের দরকার ছিল ১০ রান। নুরুল হাসান সোহাসের দারুণ ব্যাটিংয়ে এক বল বাকি থাকতেই জয় পায় বিপিএলের নবাগত দল সিলেট সিক্সার্স।
ম্যাচ শেষে নিজের দলের ব্যাটসম্যানদের দোষ দিলেন কুমিল্লার ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ নবী। তিনি বলেন, ‘ম্যাচটাতে ১০-১৫ রান কম করেছি আমরা। এ ছাড়া প্রথম ৬ ওভারে যথেষ্ট রানও তুলতে পারিনি, যেটা সিলেট করেছে।’
সিলেট সিক্সার্সের ব্যাটসম্যানদের প্রশংসাও করেছেন কুমিল্লার দলনেতা। তিনি বলেন, ‘উপুল থারাঙ্গা ও ফ্লেচার দারুণ ব্যাটিং করেছে। বিশেষ করে প্রথম ৬ ওভারে আমরা তাদের আটকাতে পারিনি। পরের দিকে বোলাররা দারুণ করেছে। রশীদ ও আল আমিন বল হাতে ছিল দুর্দান্ত। এ ছাড়া মারলন স্যামুয়েলসও তার কাজটা ভালোভাবে করেছে।’
জয় পাওয়ার পর সতীর্থদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন নাসির হোসেন। তিনি বলেন, ‘ছেলেরা দারুণ খেলেছে। পুরো কৃতিত্বটাই ওদের। আমাদের বোলাররা ছিল দারুণ। এ ছাড়া নুরুল হাসান সোহান শেষের দিক অসাধারণ ব্যাটিং করে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে।’
সূত্রঃ ntv
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com