করোনা একটি সংক্রমিত ভাইরাস। এই ভাইরাস সারা বিশ্বে আজ মহামারীতে রূপ নিয়েছে। নিজেকে ও পরিবারকে করোনা সংক্রমণ থেকে বাঁচাতে আপনারা সবাই নিজ নিজ ঘরে অবস্থান করুন। অযথায় ঘর থেকে বের হয়ে ঘুরা ফেরা করবেনা। অপ্রয়োজনীয় ঘুরা ফেরা করে আমাদের কঠোর হতে বাধ্য করবেন না। আপনারা যার যার ঘরে থাকুন। আপনি সুস্থ্য থাকুন, অন্যকেও সুস্থ্য রাখুন।
মঙ্গলবার (৬এপ্রিল) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ও হাট বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানিয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ প্রচার অভিযান কালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা এসব কথা বলেন। এসময় তিনি, সরকারের নির্দেশনা মেনে বিকাল ৪ টার মধ্যে সকল দোকান পাট ও মার্কেট বন্ধ করে দেওয়ার আহবান জানান।
অভিযান চলাকালীন সময়ে সরকারের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা ও মাস্ক না পরার অপরাধে ব্যবসায়ীসহ ৯ জনকে ১০ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করেন।
প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আপ্পেলা রাজু নাহার নেতৃত্বে এসআই সফিকুল ইসলাম সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com