প্রাইভেটকার চাপায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজের শিক্ষার্থী শাকিল রায়হান। বৃহস্পতিবার ভোর চারটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর (বিশ্বরোড) এলাকা পার হয়ে বাসায় ফেরার সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তার বুকের হাড়, হাত ও পা ভেঙে যায়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.সফিকুর রহমান পাটোয়ারী জানান, মেডিকেল কলেজের ৮ম ব্যাচের শিক্ষার্থী রায়হান পঞ্চম বর্ষের ছাত্র ছিলেন। সে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এলাকার বাসিন্দা। পাঁচ ভাই-বোনের মধ্যে রায়হান সবার ছোট ছিলেন। তার বাবা-মা দু'জনই প্রয়াত।
তার মৃত্যুতে কুমিল্লা পদুয়ার বাজার এলাকায় অবস্থিত বেসরকারি ওই মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার বাদ যোহর জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com