কুমিল্লায় একটি মাদরাসায় কম্বলের নিচ থেকে সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে নগরীর সংরাইশ পাক পাঞ্জাতন মুজিবীয় সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম সাব্বির হোসেন। সে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর মন্দির এলাকার আলমগীরের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যার পর শিশু সাব্বিরের মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন মাদরাসার শিক্ষকরা। সন্ধ্যার পর খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৮টার দিকে মাদরাসার কম্বলের নিচে শিশুটির লাশ দেখতে পায় এলাকাবাসী। এতে সন্দেহ হলে পুলিশে খবর দেয়া হয়। পরে লাশটি উদ্ধার করে পুলিশ।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, শিশুর লাশটি কম্বলের নিচে ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com