কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রাম থেকে জাল ডলার তৈরি প্রতারক চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন বিদেশী নাগরিক রয়েছেন। তার নাম জোসেফ (৪১)। তিনি গিনি দেশের নাগরিক বলে জানা গেছে। এছাড়া বাকি চারজন হলেন- গাসিগ্রাম এলাকার বাসিন্দা ওদুদ সরকার(৪০), বেলায়েত হোসেন (২৮), বাউল আলামিন দেওয়ান (২৮) ও আলী আশরাফ মিয়া (৩৫)।
শুক্রবার (২৩ এপ্রিল) রাতে গাসিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে জাল ডলার তৈরির সরঞ্জামসহ ওই পাঁচজন প্রতারক চক্রের সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে জাল ডলার তৈরি করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।
এদিকে, শুক্রবার (২৩ এপ্রিল) চৌদ্দগ্রাম উপজেলার বীরচন্দ্রনগর এলাকায় অভিযান পরিচালনা করে ২৭৮ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ ওয়াসিম আকরাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com