ভ্যাট রিটার্ন দাখিলে টানা নয়বার চ্যাম্পিয়ন হয়েছে ভ্যাট কমিশনারেট কুমিল্লা। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত এ সাফল্যের ধারা অব্যাহত রেখেছে তারা।
সোমবার (১৭ মে) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেছে যথাক্রমে যশোর, সিলেট, রংপুর ও এলটিইউ ভ্যাট কমিশনারেট।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লা সূত্রে জানা যায়, এপ্রিল মাসে ম্যানুয়াল ও অনলাইনে রিটার্ন জমা হয় ৯৬ দশমিক ২১ শতাংশ। যার মধ্যে অনলাইনে দাখিল হয় ৯৬ দশমিক ০৮ শতাংশ। ১০ হাজার ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১০ হাজার তিনটি প্রতিষ্ঠান রিটার্ন দাখিল করে। অনলাইনে রিটার্ন দাখিল করে নয় হাজার ৯৮৯টি প্রতিষ্ঠান।
জাতীয় রাজস্ব বোর্ডের জুলাই ২০২০ মাসের অনলাইন রিটার্ন দাখিল হার ছিল ২৫ দশমিক ১৮ শতাংশ, যা বর্তমানে এপ্রিল ২০২১ মাসে দাঁড়ায় ৪২ দশমিক ৪৮ শতাংশে। অন্যান্য কমিশনারেটগুলোর মধ্যেও চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, ঢাকা (উত্তর), ঢাকা (দক্ষিণ), ঢাকা (পূর্ব) ও ঢাকা (পশ্চিম) এর রিটার্ন দাখিলের হার ক্রমান্বয়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
কুমিল্লা কমিশনারেটের গত বছরের আগস্ট মাসের রিটার্ন দাখিলের হার ৯১ দশমিক ১৮ শতাংশ, সেপ্টেম্বর মাসে ৯৩ দশমিক ৮৭ শতাংশ, অক্টোবরে ৯৪ দশমিক ১৬ শতাংশ, নভেম্বরে ৯৩ দশমিক ৮০ শতাংশ, ডিসেম্বরে ৯৪ দশমিক ৯৯ শতাংশ, জানুয়ারিতে ৯৭ দশমিক ০৯ শতাংশ, ফেব্রুয়ারি মাসে ৯৭ দশমিক ২৮ শতাংশ, মার্চে ৯৫ দশমিক ৪৭ শতাংশ ও এপ্রিলে ৯৬ দশমিক ০৮ শতাংশ।
কুমিল্লা সদর দফতরের সহকারী কমিশনার মোহাম্মদ ছালাউদ্দিন রিপন বলেন, ‘মহামারি আছে, থাকছে। দেশের অর্থনীতির ভীতও দুর্বল হতে দেয়া যাবে না। তাই ঈদের বন্ধের মধ্যেও কুমিল্লার কর্মপ্রবণ টিম তাদের আন্তরিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছে। টানা লকডাউনেও ধারাবাহিকতা ধরে রেখেছে। কুমিল্লা কমিশনারেটের নেয়া ব্যতিক্রমী উদ্যোগ কুমিল্লাকে সেরার আসন ধরে রাখতে উদ্বুদ্ধ করেছে।’
কাস্টমস, এক্সাইজ, ভ্যাট কমিশনারেট কুমিল্লার কমিশনার বেলাল হোসাইন চৌধুরী জানান, ‘অনলাইনে ভ্যাট রিটার্ন জমাদানের সময় সার্ভারে ক্রটি, বিদ্যুৎ ভোগান্তি ছিল। ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের লোকজন অফিসে এসে ম্যানুয়াল রিটার্ন পেপার জমাদান করতে পারছিল না। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীরা তাদের অক্লান্ত পরিশ্রমে অনলাইন ভ্যাট রিটার্ন জমা করেছে।’
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com