ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় শনিবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে একাটি মিনি মাইক্রোবাসসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় ডাকাত দলের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাদি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর উপপরিদর্শক (এস আই) কামাল হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন টহল ও বিশেষ অভিযান পারিচালনাকালে গোপন সংবাদে জানতে পারে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় একদল ডাকাত মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়েছে।
এ খবরে পুলিশের দলটি ওই স্থানে অভিযান চালায়। পুলিশ ওই স্থানে পৌছালে একটি মিনি মাইক্রোবাস থেকে ২/৩ জন যুবক দৌড়ে পালিয়ে যায় এবং গাড়ীতে থাকা আরো কয়েকজন পালানোর চেষ্টা কালে পুলিশ ধাওয়া করে ৪ জনকে আটক করে।
এসময় তাঁদের সাথে থাকা দুই ফুট লম্বার আধুনিক কাটার, লোহার সাবল, ও একাধিক বিভিন্ন আকরিতির লোহাররড জব্দ করে। পুলিশ তাঁদের ব্যবহৃত মিনি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ৫৬-০৫১১) জব্দ করে তাঁদের পুলিশ ফাঁড়ীতে নিয়ে আসে।
আটককৃতরা হলো- জেলার মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত নূরুজ্জামানের ছেলে মোঃ হেদায়েত উল্ল্যাহ মনির (৪৩), ব্রাহ্মণবাড়িয়া জেলার তাঁদের পুলিশ ফাঁড়ীতে নিয়ে আসে।
আটককৃতরা হলো- জেলার মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত নূরুজ্জামানের ছেলে মোঃ হেদায়েত উল্ল্যাহ মনির (৪৩), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তুলাতুলি গ্রামের জলফু মিয়ার ছেলে লোকমান (৩৯), চৌদ্দগ্রাম উপহেলার খামার পদুয়া গ্রামের মৃত পিয়াস আহমেদ প্রকাশ্যে পিয়ার আহমেদের ছেলে মোশারফ হোসেন (৩৮), কোতয়ালী থানাধীন রহিমপুর গ্রামের মোঃ রায়হান এর ছেলে মোঃ হৃদয় (১৯)।
বুড়িচং থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, আটকৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় ডাকাতির প্রস্তুতি আইনে মামলা দায়ের পূর্বক দুপুরে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com