কুমিল্লায় করোনা সংক্রামিত রোগীর সংখ্যা বেড়েছে
কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারও বেড়ে চলেছে। সবমিলিয়ে এ পর্যন্ত কুমিল্লায় করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪৪২ জনের। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় এ কুমিল্লা জেলায় ৭২ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। যার গড় হার ১৯.২%। এর বিপরীতে একই সময়ে সুস্থ হয়েছে ৫০ জন। এখন পর্যন্ত সুস্থ হওয়ার সংখ্যা ১১ হাজার ৩২২জন। গত ২৪ ঘন্টায় দুইজনের মৃত্যু হয়েছে। আর করোনায় মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। মঙ্গলবার (২২জুন) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়- গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৩৪জন, বুড়িচং ৮জন, দাউদকান্দি ১ জন, আর্দশ সদর ৩জন, সদর দক্ষিণ ৪জন, লাকসাম ৪ জন, বরুড়া ৬ জন, তিতাস ১জন, মেঘনা ১জন, চৌদ্দগ্রাম ৬৬ জন, চান্দিনা ২ জন ও লাঙ্গলকোট ১জনসহ মোট ৭২ জন আক্রান্ত হয়েছে। এছাড়াও নতুন করে ৫০জন সুস্থ হয়েছে। তাদের মধ্যে ব্রাক্ষণপাড়া ১০জন, লাঙ্গলকোট ১৫জন, আর্দশ সদর ২০জন ও বুড়িচং ৫জনসহ ৫০ জন।
এদিকে কুমিল্লা সদর উপজেলার ৪০ বছরের একজন মহিলা ও লাকসাম উপজেলার ৭৪ বছরের এক পুরুষ করোনায় সংক্রামিত হয়ে মৃত্যুবরণ করেন। তারা সকলেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কুমিল্লা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জানান-এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৮১হাজার ৭৭জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৮০হাজার ৩৬৫জনের। এর মধ্যে ১৩ হাজার ৪৪২জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে ১০৬ জনের। এদের মধ্যে নতুন করে ৮ জনের করোনা সনাক্ত হয়েছে। তিনি আরও বলেন, কুমিল্লা সীমান্তবর্তী জেলা হওয়ায় সবাইকে সচেতন থাকতে হবে। এই জেলায় ঘনবসতি ও লোকসংখ্যা বেশি। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক অবশ্যই পরতে হবে।