কুমিল্লায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সর্বোচ্চ ৪৫১ জনের দেহে করোনার উপস্থিতি মিলেছে। রোববার (১১ জুলাই) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
নতুন শনাক্ত ৪৫১ জনের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৭১ জন, আদর্শ সদরে ২১ জন, সদর দক্ষিণে ৪ জন, বুড়িচংয়ে ১৪ জন, ব্রাহ্মণপাড়ার ১৬ জন, চান্দিনার ২৫ জন রয়েছেন।
এছাড়া চৌদ্দগ্রামে ১২ জন, দেবিদ্বারে ৬, দাউদকান্দির ২১, লাকসামে ২৭, নাঙ্গলকোটে ৫১, বরুড়ায় ১৯, মনোহরগঞ্জে ৮, মুরাদনগরে ২৯, তিতাসে ৮ ও হোমনায় ১৯ জন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রোববার ৪৫১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন কুমিল্লা নগরীতে ৩ জন, বরুড়ায় ২, দেবিদ্বারে ১, বুড়িচংয়ের ১, চৌদ্দগ্রামে ২, লাকসামে একজন।
সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, রোববার পর্যন্ত কুমিল্লায় মোট ১৭ হাজার ৫৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৩৫ জন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com