ডেস্ক রিপোর্টঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আবদুল গনির নামে কুমিল্লা ক্যান্টনমেন্টের নামকরণসহ তাঁকে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিরা।
‘বঙ্গ শার্দূল’ খ্যাত মেজর আবদুল গনির ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়।
আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু বলেন, চাকরিজীবনে মেজর গনি অধিকার আদায়ের কথা বলতে গিয়ে পাকিস্তানিদের চক্ষুশূল হয়েছিলেন। এ কারণে তিনি চাকরি ছেড়ে রাজনীতিতে এসে মানবকল্যাণে কাজ করেছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ দাবি করে বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠা মেজর গনির নামে যেন কুমিল্লা ক্যান্টনমেন্টের নামকরণ করা হয়।
আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন কল্যাণ পার্টির চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ ইব্রাহিমসহ মেজর গনির ঘনিষ্ঠজনরা।
সূত্রঃ ntv
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com