কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও দুটি ধারালো অস্ত্র জব্দ করা হয়।
বুধবার (১৪ জুলাই) সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোড়ামেহের কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় একইদিন দুপুরে অস্ত্র ও ডাকাতি আইনে মামলা করা হয়। এরপর বিকেলে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন, চাঁদপুর সদরের খলিশাঢুলি গ্রামের ইব্রাহিম শেখের ছেলে সুমন শেখ (৩২), কুমিল্লার চান্দিনার নাওডিঙ্গি নবাবপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ইউসুফ (২৬) ও কুমিল্লার বরুড়ার ঝলম চিতড্ডা গ্রামের জসিম কবিরাজের ছেলে ইয়াছিন (২৩)।
চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু কায়সার জানান, বুধবার ভোরে জোড়ামেহের কৃষ্ণপুর এলাকায় ১০-১২ জন মিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়।
পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com