কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ৪৭৬ জন। শনাক্তের হার ৪৩ দশমিক ১ শতাংশ।
শুক্রবার (১৬ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল ল্যাবে এক হাজার ১০৪ জনের নমুনা পরীক্ষায় ৪৭৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৭১ জন। এদের মধ্যে ১৪৬ জনই কুমিল্লা সিটি করপোরেশন এলাকার। বাকি ৩৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন আরও জানান, একই সময়ে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মুরাদনগরে তিনজন, বরুড়ায় দুইজন এবং কুমিল্লা সিটি করপোরেশন, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা আদর্শ সদর ও লালমাই উপজেলায় একজন করে রয়েছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com