করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ছাত্রলীগ নেতার প্রচারণা ও মাস্ক বিতরণ। শনিবার (১৭ জুলাই)ব্রাহ্মণপাড়া সদর বাজারে মাস্ক পড়ুন সুস্থ থাকুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তাহারাতবির হোসেন মিয়াজী এর নেতৃত্বে কোরবানির পশুর হাট,কাঁচা বাজার ও সিএনজি স্টেশনে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতা সৃষ্টিতে প্রচার প্রচারণা চালানো হয়।
এ প্রসঙ্গে তাহারাতবির হোসেন বলেন,বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জনজীবন আজ বিপন্ন ও বিপর্যস্ত। এমতাবস্থায় মানুষের জীবন যেখানে ঝুঁকির মুখে সেখানে মাস্ক পড়া ও নিরাপদ দূরত্ব বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।কিন্তু এ ভয়াবহ পরিস্থিতে সরকারের দেয়া বিধিনিষেধ সম্পর্কে অনেকেই অবগত নয়। তাই মানুষকে সচেতন করার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী জনসাধারনকে অবগত করা এবং মাস্ক বিতরন করাটা এই সময়ে আমাদের নৈতিক দায়িত্ব।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান,সাইফুল ইসলাম,প্রিন্স, আশরাফুল, সায়মন,মাসুমসহ আরও অনেকেই।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com