কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫৪৯ জন। আক্রান্তের হার ৪২ দশমিক ৬ শতাংশ।
মঙ্গলবার (২০ জুলাই) বিকালে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে এক হাজার ২৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৯৬৫ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ২২২ জন, আদর্শ সদরে ২১ জন, সদর দক্ষিণে চারজন, বুড়িচংয়ে ১৯ জন, ব্রাহ্মণপাড়ায় ১৪ জন, চান্দিনায় ২১ জন, চৌদ্দগ্রামে ২৬ জন, দেবীদ্বারে ৩০ জন, দাউদকান্দিতে ৩৭ জন, লাকসামে ৪১ জন, লালমাইয়ে ২১ জন, নাঙ্গলকোটে ৩৩ জন, বরুড়ায় ১৯ জন, মনোহরগঞ্জে ১২ জন, মুরাদনগরে আটজন, মেঘনায় ১৩ জন ও তিতাসে আটজন রয়েছেন।
ডা. মীর মোবারক হোসাইন আরও বলেন, ‘২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চান্দিনা ও লালমাইয়ে দুইজন করে এবং কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা সদর ও মুরাদনগর উপজেলায় একজন করে মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬১৫ জনে।’
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com