কুমিল্লা নগরীতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ব্যাটারী চালিত অটোরিকশার সংখ্যা। লকডাউনে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকার পরও নগরীর সড়কগুলোতে অটোরিকশা চলাচল করতে দেখা যায়।
তাই ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ন্ত্রনে নগরীর বিভিন্ন অটোরিকশা গ্যারেজে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে নগীর বিভিন্নস্থানে ভ্রম্যমান আদালত পরিচালনা করেন আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম ফয়সাল।
অভিযানে নগরীর ছোটরা, কালিয়াজুরী, বদরপুর এলাকায় অন্তত ৩০ টি গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া বদরপুর এলাকার একটি গ্যারেজে ৩ দিন পূর্বে বিচ্ছিন্ন করা সংযোগ গোপনে লাগানোর কারনে গ্যারেজের মালিক ছোটরা গ্রামের আবদুল হাইয়ের পুত্র মোঃ মাহমুদুল হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম ফয়সাল বলেন, লাকডাউনে ব্যাটারী চালিত অটো রিকশা নিয়ন্ত্রনের জন্য এই অভিযান। লকডাউন শেষে গ্যারেজগুলোর বিদ্যুৎ সংযোগ দিয়ে দেয়া হবে।
এসময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাগন ও কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com