নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের শান্তির বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হয়। খবর পেয়ে পাশর্^বর্তী শাহরাস্তি ও লাকসাম থানার দমকল বাহিনী ঘটনাস্থলে আসে এবং রাতেই মনোহরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরমধ্যে ভয়াবহ আগুনে ওই বাজারের মিলন কনফেশনারী, ভাই ভাই ভ্যারাটিজ স্টোর, জননী ফার্মেসী, লেখাপড়া টেলিকম, গ্রামীন পল্ট্রি এন্ড ফিসারিজ ফিড, ইমো হোটেল এন্ড রেস্টুরেন্ট, মমিন ফল বিতান, মোরশেদ মাংস বিতান, মনির টি-ষ্টোর, নজির পান বিতান, রশিদ পান বিতান ও ভাই ভাই হেয়ার ড্রেসার সেলুন পুঁড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি ও দোকান ঘর মালিকরা জানায়, এ ঘটনায় তারা সর্বস্ব হারিয়ে স্বর্বশান্ত হয়ে পড়েছে। গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছমিন আক্তার, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান শাহিন জিয়াসহ রাজনৈতিক ও বিভিন্ন ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ভস্মিভূত মার্কেটের একটি দোকানে ক্যালেন্ডারে থাকা আল-কোরআনের কয়েকটি আয়াতকে স্পর্শ করতে পারেনি আগুন। যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com