কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের, মজলিশপুর (উল্লাম কাজী বাড়ী) জামে মসজিদে টানা ৪০দিন যাবৎ জামাতে নামাজ আদায়কারী যুবকদের মাঝে পুরস্কার হিসেবে সাইকেল বিতরণ করা হয়। বুধবার বাদ যোহর, মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্টানিক দোয়া ও মিলাদের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের, মজলিশপুর (উল্লাম কাজী বাড়ী) এর প্রবাসী কাজী মো. শাহীন ঘোষনা করেন, তার নিজ এলাকায় জামে মসজিদে যে যুবকেরা টানা ৪০দিন যাবৎ তাকবীরে উলার সহিত জামাতে নামাজ আদায় করবে তাদেরকে একটি করে বাই সাইকেল উপহার দেয়া হবে। তারই প্রতিশ্রতি মতে সঠিক ভাবে সঠিক সময়ে ৮ যুবক নামাজ আদায় করেন। মসজিদের ইমাম হাফেজ মাওলানা হারুনুর রশিদ তাদেরকে পুরস্কার প্রাপ্ত ঘোষনা করেন।
জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হারুনুর রশিদ এর সভাপতিত্বে, সমাজে গন্যমান্য ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইপস্থিত ছিলেন, ফারুক আহম্মেদ, কাজী হুমায়ূন, কাজী মোশারফ, কাজী শাহজাহান সাজু, কাজী নয়ন, কাজী মোহন, কাজী আকরাম, আলামিন, সোহরাব, হাফেজ নোমান, সাইদুল, ফয়েজ প্রমূখ।
যারা টানা ৪০দিন যাবৎ তাকবীরে উলার সহিত জামাতে নামাজ আদায়করে বাই সাইকেল পুরস্কার পেয়েছেন, কাজী মো. মারুফ হোসেন, কাজী মিনহাজ, কাজী মাহিন, কাজী ইউসুফ, কাজী যোবায়ের, কাজী ইয়াছিন, গাজী নিছার, গাজী তানভীর।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com