ডেস্ক রিপোর্টঃ বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসরে দুই দলের প্রথম দেখায় বড় জয় পেয়েছিল কুমিল্লা। ম্যাচটি চিটাগাংয়ের জন্যে প্রতিশোধের মিশন। একইসঙ্গে টানা দুই ম্যাচ হেরে টেবিলের তলানিতে দলটি। যেকোনো মূল্যে ম্যাচটি জিততে চায় ভাইকিংস। অন্যদিকে জয়রথ ধরে রাখার মিশনে কুমিল্লা। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায়।
বিপিএলের এ মৌসুমে চিটাগাং ভাইকিংস আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে অদ্ভুত কিছু মিল আছে।। দুই দলই আসর শুরু করেছিল হার দিয়ে। অথচ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় পায় দুই দল। তবে ঢাকা পর্বে এসে পিছিয়ে পড়েছে চিটাগাং। বিপরীতে ঢাকায় গেল ম্যাচে জয় নিয়ে ফুরফুরে কুমিল্লা।
সিলেট পর্বে দুই দল মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে মোহাম্মদ নবীর দলের কাছে ৮ উইকেটে হারে মিসবাহ উল হকের চিটাগাং। এত কথার একটিই কারণ, ফের মুখোমুখি লড়াইয়ে নামছে দেশের দক্ষিণপাড়ের দুই দল। ম্যাচটি তাই কুমিল্লার কাছে এগিয়ে যাবার আর চিটাগাংয়ের কাছে প্রতিশোধের মিশন।
টানা দুই ম্যাচ হেরে চিটাগাং আছে বেশ চাপে। সেটি বোঝা যাচ্ছে অনুশীলনেই। অন্যদিকে ফুরফুরে মেজাজে থাকা ভিক্টোরিয়ানরা বিপিএলের বিরতি দিনটা উপভোগ করেছে। এদিন অনুশীলন করেনি দলটি।
কুমিল্লা শিবিরে আছে ইনজুরির থাবা। পুরোপুরি সেরে না ওঠায় এ ম্যাচেও থাকবে না তামিম ইকবাল। তবে স্যামুয়েলস, ব্রাভো কিংবা লোকাল কায়েস-সাইফুদ্দিনরা আছেন ফর্মে।
বিপরীত চিত্র ভাইকিংসের। মাঝারি মানের দল হলেও ভালো ক্রিকেট উপহার দিতে পারেনি দলটির খেলোয়াড়রা। নামের প্রতি সুবিচার করতে পারেনি এনামুল বিজয়-সৌম্য সরকাররা। লুক রঙ্কি কিংবা মিসবাহ উল হক রান করেছে, তবে সেটি টি-টোয়েন্টি মানের নয়। অবশ্য, সবকিছু ইতিবাচকভাবে দেখছে দলটি।
চিটাগাং ভাইকিংসের ক্রিকেটার সিকান্দার রাজা বলেন, 'দেখুন দু-তিনটি ম্যাচের পরই আসলে দল নিয়ে মন্তব্য করা ঠিক হবেনা। চাপ নেয়ার জন্যে এটি আসলে খুবই কম সময়। আপনি কখনোই বলতে পারবেন না তিন ম্যাচের তিনটিতেই আপনি জিতবেন। তবে আমার মনে হয় আমরা এখনো একসঙ্গে জ্বলে উঠতে পারিনি। আশা করি পরের ম্যাচেই আমরা আমাদের সঠিক দায়িত্বটি পালন করবো এবং এগিয়ে যাবো। আমাদের টার্গেট প্লে অফ খেলা এবং আমরা সেখানে পৌঁছুতেই লড়বো।'
এ ম্যাচ জিতলে সিলেটের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চড়ার সুযোগ কুমিল্লার সামনে। আর রেসে টিকে থাকতে জয়ের বিকল্প নেই চিটাগাংয়ের সামনে। দেখা যাক, ভাগ্যদেবী কাদের পক্ষে কথা বলে?
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com