নিজস্ব প্রতিবেদকঃ দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে নগরীর কুমিল্লা টাউন হল মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন জম্পী, কুমিল্লা ডায়াবেটিক হসপিটালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. দিলরুবা আক্তার, সিনিয়র কনসালটেন্ট-ডা. অজিত কুমার পাল ও ডা. মোঃ শাহআলম, কুমিল্লা ডায়াবেটিক হসপিটালের প্রশাসনিক কর্মকর্তা জিএম. সিকান্দার।
বেলুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন অতিথিরা। কুমিল্লা টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা ডায়াবেটিক হসপিটালে এসে শেষ হয়।
এবছর বিশ্ব ডায়াবেটিক দিবসের শ্লোগান 'সকল গর্ভধারণ হোক পরিকল্পিত'। এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহণ করেন ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সমাজকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com