করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শালবন বিহার ও ময়নামতি জাদুঘরসহ কুমিল্লার প্রত্নতাত্ত্বিক স্থানগুলো খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) প্রত্নতত্ত্ব অধিদফতরের এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহারের কাস্টোডিয়ান মো. হাসিবুল হাসান সুমি।
পূর্বের প্রস্তুতি অনুযায়ী আগের সময়সূচি অনুযায়ী এসব স্থাপনা খোলা থাকবে। তবে পর্যটক ও দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রবেশের সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
হাসিবুল হাসান সুমি বলেন, ‘সরকার বৃহস্পতিবার দর্শনার্থীদের জন্য এই প্রত্নতাত্ত্বিক স্থানগুলো খুলে দিয়েছে। তবে প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিরাপত্তায় থাকা কর্মীরা স্বাস্থ্যবিধির বিষয়টি তদারকি করবেন। এ ছাড়া টিকিট কাউন্টারেও তদারকি থাকবে, যাতে কেউ প্রবেশের সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করতে না পারেন।’
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com