নিজস্ব প্রতিবেদকঃ ১৫নভেম্বর ২০১৭ বাংলাদশ প্রাণিবিজ্ঞান সমিতির আয়োজন প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড-২০১৭ এর কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতা কুমিল্লা ভিক্টারিয়া সরকারি কলেজে অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে ডিগ্রি শাখা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীর সাবেক মহাপরিচালক, বাংলাদশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর খান হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তাহের। প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াডের আঞ্চলিত সমন্বয়ক ভিক্টোরিয়া কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অমিতাভ কুমার বাড়ৈ এর তত্বাবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিজ্ঞান বিভাগর প্রাক্তন অধ্যাপক গুলশান আরা বেগম প্রমুখ।
এবছর প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় বৃহত্তর কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের ৬টি জেলার ১৪টি কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহন করে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com