কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে সব বিভাগের অপারেশন থিয়েটার ও আইসিইউ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন এসব কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্টেশন কমান্ডার, এসএমআই কমান্ডার, ৪৪ ব্রিগেড কমান্ডার, সিএমএইচ কমান্ডারসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ হাসপাতালে প্রতিদিন ১৮ জন সামরিক ও ১১ জন বেসামরিক বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা দিচ্ছেন।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠিত ও পরিচালিত ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালটি ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর শুধুমাত্র ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ২০১১ সালের ১৫ অক্টোবর ১০ শয্যাবিশিষ্ট ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালের কার্যক্রম চালু হয়। ২০১৬ সালে হাসপাতালটি ৫০ শয্যায় এবং ২০১৯ সালে ৭২ শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে মেডিসিন, গাইনি, সার্জারি, অর্থোপেডিক, চক্ষু, ইএনটি, বক্ষব্যাধি ও শিশু রোগের আউটডোর ও ইনডোর চিকিৎসা সুবিধা রয়েছে এখানে। পাশাপাশি তিনটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার ও ভেন্টিলেটর সুবিধাসহ মুমূর্ষু রোগীদের সব ধরনের জরুরি চিকিৎসার সুবিধা সংবলিত আইসিইউ স্থাপন করা হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com