নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার দেবিদ্বারে বিশ্ব সেরা কোরআনে হাফেজ আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মির্জানগর ইনসাফ স্কুল অব হেরিটেজ এর উদ্যোগে হাফেজ আব্দুল্লাহ আল মামুনকে (১৫) এ সংবর্ধণা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরেন্য আলেম হযরত মাও: আব্দুর রহিম।
জানা যায়, কুমিল্লার জেলার মুরাদনগর উপজেলার হিরারকান্দা গ্রামের বাসিন্দা আবুল বাসারের ছেলে সুমধুর কন্ঠসুরের অধিকারী হাফেজ আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় টানা ৫ম বারের মত বিশ^ সেরা হাফেজের পুরস্কার লাভ করেন। চলতি বছরের ১১ অক্টোবর তিনি সাউদি আরবে ৫ম বারের মত শ্রেষ্ঠ কোরআনে হাফেজের পুরস্কার গ্রহন করে মুসলিম বিশ্বে আলোড়ন সৃস্টি করেন। এর আগে কুয়েত, মিশর, দুবাই এবং সাউদি আরবে ৪ বার বিশ্ব সেরা হাফেজের পুরস্কার লাভ করেন। এলাকার বরেন্য এ কৃতি সন্তানকে বৃহস্পতিবার দেবিদ্বার উপজেলার মির্জানগর ইনসাফ স্কুল অব হেরিটেজ এর উদ্যোগে সংবর্ধণা প্রদান করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার লোক অংশ গ্রহন করেন। এ সময় বিদ্যালয়ের ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষর্থীদের জন্য দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট আলেমে দ্বীন ও কোম্পানীগঞ্জ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাও: আব্দুর রহিম বলেন, ৫ম বারের মতো বিশে^র সেরা হাফেজের পুরস্কার লাভ করে মামুন আমাদের এলাকাবাসীকে ধন্য করেছে। তিনি বলেন, বরেন্য এ হাফেজকে আমরা যথাযথভাবে মুল্যায়ন করতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রখেন, মাও. আবুল বাশার, আলহাজ¦ এমএ কাইয়ুম ভুঁইয়া, হারুনুর রশিদ মাস্টার, বাবুল মিয়া, সেকান্দর আলী মাস্টার, সাংবাদিক জালাল আহাম্মেদ, ব্যবসায়ী মো.ওয়াসিম, ও ইকবাল হোসেন প্রমুখ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com