মজুমদার মুকুলঃ ইয়াং টাইগারর্স অনুর্ধ ১৮ বিভাগীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চট্রগ্রাম বিভাগের খেলায় ১৮ নভেম্বর কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়ামে চট্টগ্রামের কাছে ১০১ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে রানার্সআপ হয় কুমিল্লা জেলা দল।
টস জয়ী চট্টগ্রাম জেলা দল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে।
চট্টগ্রাম জেলা দলের ওপেনাররা দারুণ সুচনা করেন। ৭৯ রানে ১ম উইকেট পতন হয়।ওপেনার আজম ৫৮ রান,ফারদিন খান ২৮ রান করেন।এছাড়া আফসারুল করিম ১ রান,আসাদুর রহমান ১৮ রান,সাফায়াত হাসান ১৭ রান,সাইফুল অপরাজিত ১২ রান,বেলাল হাসান অপরাজিত ৩ রান করেন।
কুমিল্লা জেলা দলের রাকিবুল ৩১/২ উইকেট,আফতাব আহমেদ নেহাল৩৮/২ উইকেট,জাহিদুল ইসলাম ৩৩/১ উইকেট,মেহেদি হাসান ২৪/১ উইকেট নেন।
১৮৫ রানে লক্ষে ব্যাটিং করতে নেমে ধারাবাহিক ভাবে বিপর্যয়ে পড়ে কুমিল্লা জেলা দল ৩৪.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৮৩ রান তুলতে সক্ষম হয়।জেলা দলের ওপেনার মোঃমহসিনের ২২রান,মেহেদি হাসান ১৪ রানও রাকিবুল ইসলামের ১৪রান উল্লেখ করার মত।এছাড়া আফতাব আহমেদ নেহাল ০ রান,মেহেদি হাসান ৫ রান,আসিফ হাসান ০ রান,জাহিদ ফেরদৌস ৭ রান,ফাইয়াজ তাওসিফ ১ রান,রমজান আলী ৪ রান,জাহিদুল ইসলাম ৭ রান,মাহফুজুর রহমান ৫ রান করেন।
চট্টগ্রাম জেলা দলের সাইফুল ইসলাম ১১/১ উইকেট,সাকিব খান ২১/২ উইকেট,মাহাতাবউদ্দিন ১৭/৩ উইকেট,বেলাল হাসান ৯/২ উইকেট,রুবাঈয়াত আজম ১০/২ উইকেট নেন।
গত ৭ নভেম্বর চট্রগ্রাম ওমেন্স কমপ্লেক্স গ্রাউন্ডে চাঁদপুর ও বান্দরবন জেলা দলের খেলার মাধ্যমে ২০১৭-২০১৮ বৎসরের চট্রগ্রাম বিভাগের খেলার উদ্বোধন হয়।চট্রগ্রাম ও কক্সবাজার দুই ভ্যেনুতে এগারো জেলা তিন গ্রুপে বিভক্ত হয়ে অশংগ্রহন করে।কুমিল্লা ও চট্টগ্রামের ফাইনালের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের খেলা শেষ হয়।
গত ৮ নভেম্বর কুমিল্লা জেলা দল ১৮ রানে বি-বাড়ীয়া জেলা দলের কাছে পরাজিতা হয়।
গত ১০ নভেম্বর কুমিল্লা জেলা দল রাঙ্গামাটি জেলা দলকে ১০ উইকেটে পরাজিত করে।
গত ১৩ নভেম্বর নোয়াখালী জেলা দলকে ১০ রানে হারায় কুমিল্লা জেলা দল।
গত ১৮ নভেম্বর ৭ উইকেটে বি-বাড়িয়া ৭ উইকেটে পরাজিত করে কুমিল্লা জেলা দল ফাইনালে উঠে।
ফাইনাল খেলা পরিচালনা করেন আম্পায়ার মোঃআব্দুল নবী ও মোঃআলি রেজা আলিম স্কোরার ছিলেন আবুল হোসেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com