রুটিতে নিষিদ্ধ রঙ ব্যবহার করায় দুই বেকারীর মালিককে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া বাজারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা'র নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ সময় ভাই ভাই বেকারীর স্বত্তাধিকারী মোঃ জহিরুল ইসলাম (৬৮) কে বন রুটিতে নিষিদ্ধ ঘোষিত রঙ ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ২০ হাজার টাকা ও সাব্বির বেকারীর স্বত্তাধিকারী মোঃ বাবুল করিম (৫২) কে একই অপরাধে ২০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসনকে সহায়তা করেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টর পারভিন আক্তার।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com