কুমিল্লার চান্দিনায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (৩০ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লাকসাম উপজেলার তৌহিদুল ইসলাম (২৪) ও মনোহরগঞ্জ উপজেলার মো. ইব্রাহীম (২২)। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান।
তিনি জানান, চন্দিনায় কাঠেরপুল এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী হয়ে রাস্তার পাশে কাভার্ড ভ্যানটি দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হন। আরেকজন হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মাইক্রোবাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com