কুমিল্লা নগরীর চকবাজার এলাকার তেহরি পট্টিতে আগুন লেগেছে। এতে পুড়ে গেছে প্রায় ১০টি দোকান। তবে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদ। এর আগে, বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ পারভেজ জানান, আগুনে চালের গুদাম, মোবাইল ফোনের দোকানসহ ১০টি দোকান পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মো. বজলুর রশিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করে নগরী ও ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত-সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com