নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে চলছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা চলাকালীন উপজেলার ভাউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, লক্ষণপুর ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্র ও হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। লক্ষণপুর ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপালন করছেন উপজেলা প্রতিবন্ধী অফিসার রাশেদুল ইসলাম, সচিবের দায়িত্ব পালন করছেন মাদ্রাসার অধ্যক্ষ মো: ছানা উল্লাহ বশারী, হল সুপারের দায়িত্ব পালন করছেন মো: ফারুক হোসেন, সহ হল সুপারের দায়িত্ব পালন করছেন দেলোয়ার হোসেন। একেন্দ্রে মোট ৪৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এদিকে হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপালন করছেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: হানিফ মিয়া, সচিবের দায়িত্ব পালন করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া হায়দার, হল সুপারের দায়িত্ব পালন করছেন ফখরুল ইসলাম, সহ হল সুপারের দায়িত্ব পালন করছেন নিজাম উদ্দিন। একেন্দ্রে মোট ২৩০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com