কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেলসহ দুইজনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক নগরীর ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলকে সাড়ে আট ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ সুপার কার্যালয় থেকে বের হয়ে তিনি বাসার উদ্দেশ্যে রওনা হন।
কাউন্সিলর বাবুলের ছোট ভাই জুয়েল বলেন, আমার ভাই সুস্থ আছেন। পুলিশের সঙ্গে কথাবার্তা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে বের হলে মোটরসাইকেল করে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এর আগে সকাল ৯টায় ডিবি পুলিশের একটি টিম তাকে নিয়ে যায়। বিকেল পর্যন্ত তাকে ছেড়ে না দেওয়ায় পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করে এলাকাবাসী।
এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ জানান, কাউন্সিলর সোহেল হত্যার ঘটনায় জাহাঙ্গীর হোসেন বাবুলের তথ্য যাচাই-বাছাইয়ের জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com