কুমিল্লার দাউদকান্দিতে এসএসসি পরীক্ষার্থী ইখতেখার হাসান ইমন হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন। গ্রেফতাররা হলেন- উপজেলার মোহাম্মদপুর (পশ্চিম) ইউনিয়নের মালাখালা গ্রামের আজগর আলীর ছেলে প্রধান আসামি মো. নাসির উদ্দিন, একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইয়াছিন, বশিরের ছেলে হৃদয় ও একই উপজেলার নারিকেলতলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মাইনুদ্দিন।
র্যাব জানায়, বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ইমনের সঙ্গে নাসিরের বিরোধ চলছিল। ২০ ডিসেম্বর বিকেলে মালাখালা গ্রামের নারিকেলতলা জামে মসজিদের সামনে ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন ইমন। ওই সময় ইমনকে দেখে সহযোগীদের খবর দিয়ে হত্যার পরিকল্পনা করেন নাসির। সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে ইমনের ওপর হামলা চালান নাসির, ইয়াছিন, হৃদয়, মাইনউদ্দিনসহ আরো কয়েকজন। এলোপাতাড়ি কোপানোর পর ইমনকে মৃত ভেবে ফেলে চলে যান তারা। পরে স্থানীয়রা ইমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে ওই রাতেই তিনি মারা যান।
এ ঘটনায় বুধবার ১২ জনের নামসহ অজ্ঞাত আরো ১০-১৫ জনের বিরুদ্ধে দাউদকান্দি থানায় হত্যা মামলা করেন নিহতের চাচা জামাল হোসেন। মামলার ১৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে র্যাব। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com