ইউপি নির্বাচন সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার, মুরাদনগর ও বুড়িচংয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ২ জনকে কারাদণ্ড প্রদান করা হয়।
শনিবার (২৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এনডিসি) মো. জিয়াউর রহমান।
তিনি জানান, শুক্রবার দিনভর কুমিল্লার দেবিদ্বার, মুরাদনগর, বুড়িচংয়ের আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীসহ সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করায় এ জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কঠোর অবস্থানে রয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। মুরাদনগর উপজেলায় ৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আচরণবিধি লঙ্ঘন করায় ৩৫টি মামলায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ২ জনকে কারাদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া দেবিদ্বার উপজেলায় আচরণবিধি লঙ্ঘন করায় ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড প্রদান করা হয়।
বুড়িচং উপজেলায় ২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ৮টি মামলায় ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এনডিসি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com