নিজস্ব প্রতিবেদকঃ টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে কুমিল্লাকে ১৮৪ রানের টার্গেট দিয়েছে রাজশাহী কিংস। সেই লক্ষ্যে এখন ব্যাটিংয়ে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ক্রিজে যোগ দিয়েছেন কুমিল্লার দুই ওপেনার তামিম ইকবাল ও ফখর জামান।
আজ শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুপুর একটায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের মধ্যকার লড়াই শুরু হয়েছে। এ যেন অসম লড়াই। চলতি বিপিএলে ঢাকা ও সিলেট পর্বে ৬ ম্যাচ খেলে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা। অন্যদিকে মোট ৭ ম্যাচে মাত্র ২টিতে জয় পেয়ে ৪পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে রাজশাহী কিংস।
রাজশাহী কিংস একাদশ:
ডোয়ানে স্মিথ, মুমিনুল হক, লুক রাইট, জাকির হাসান, মুশফিকুর রহিম ( উইকেট রক্ষক), জেমস ফ্রাঙ্কলিন, ড্যারেন স্যামি (অধিনায়ক), মেহেদি হাসান, মোহাম্মদ স্যামি, মুস্তাফিজুর রহমান, হোসেন আলী।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: তামিম ইকাবাল(অধিনায়ক), ফখর জামান, ইমরুল কায়েস, শোয়েব মালিক, অলক কাপালি, জোস বাটলার (উইকেট রক্ষক), মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, রশিদ খান, হাসান আলী, আল আমিন হোসেন।
বিস্তারিত আসছে....
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com