বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিন ইউনিয়নের শাহ ইসরাইন ও শাহ নুরুদ্দিন সমবায় সমিতির মালিকীয় ভূমিতে সরকারী বাজার না বসানোর জন্য আইনি নোটিশ প্রদান করেছে আদালত।
বুড়িচং উপজেলার ছিকুটিয়া গ্রামের আঃ ছোবহান এর পুত্র মফিজুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে বুড়িচং থানা সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক এ নোটিশ জারি করে।
নোটিশে ১৫ দিনের মধ্যে কারন দর্শানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। নোটিশে বিবাদীরা হলো কুমিল্লা জেলা প্রশাসক, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও কুমিল্লা ওয়াকফ প্রশাসন।
নোটিশে বলা হয়, শাহ ইসরাইন ও শাহ নুরুদ্দিন সমবায় সমিতির ৩০০ সদস্য লাটুয়ার বাজার এলাকার ভূমি ক্রয় করে তাদের নামে পরিচালত করে আসছে। সম্প্রতি সময়ে মূল বাজারের মধ্যে বহুতল ভবন নির্মাণ করায় বাজারটি সরে শাহ ইসরাইন ও শাহ নুরুদ্দিন সমবায় সমিতির জায়গায় এসেছে।
বাজারটি স্থায়ী ভাবে ইজারা বন্ধ করতে সমিতির পক্ষে মফিজুল ইসলাম এই আবেদন করে।
আদালত বিষয়টি আমলে নিয়ে বিবাদীদের ১৫ দিনের মধ্যে কার দর্শানোর নোটিশ প্রদান করেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com