দেলোয়ার হোসেন জাকিরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ৭ মার্চের ভাষন
বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডক্যুমেন্টরি হেরিটেজ) হিসেবে ইউনেস্কো'র স্বীকৃতি পওয়া উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি বলেন মানুষের মনের ভাষা বুঝতে পেরেছিলেন বঙ্গবন্ধু।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ৭ মার্চের ভাষন আজ শুধু বাঙ্গালির না এই ভাষন আজ সারা বিশ্বের মানুষের।
এমপি বাহার বলেন ইউনেস্কো বঙ্গবন্ধুর দেয়া ভাষনকে প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডক্যুমেন্টরি হেরিটেজ) স্বীকৃতি দিয়েছে তাই এই ভাষন সারা বিশ্বর সম্পদ। তিনি বলেন বাংলাদশ ও বাঙ্গালী জাতির জন্য এ ঘোষনা আরেকটি বিজয়। শনিবার সন্ধায় কুমিল্লা টাউন হল মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে আয়োজিত ৭ মার্চের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম। বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মেঃ আবু তাহের, অডিরিক্ত পুলিশ সুপার তানভির সালেহিন ইমন, অধ্যক্ষ আবু তাহের, নাজমুল হাসান পাখি ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সস্মাদক আরফানুল হক রিফাত।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com