কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের আয়োজনে উদ্যোক্তা উৎসব ২০২২ অনুষ্ঠিত হবে কাল। 'এনট্রিপ্রিনিওরশীপ ডেভেলাপমেন্টস' কোর্সের অধীনে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে সকাল ১০ টাকা থেকে ৬টি কোম্পানির অংশগ্রহণের মধ্যে দিয়ে শুরু হবে উদ্যোক্তা উৎসব।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্তিতি থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম আবদুল মঈন, বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড.মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও সহকারী অধ্যাপক ড.মোহাম্মদ সোলাইমান।
উদ্যোক্তা উৎসব সম্পর্কে প্রোগ্রাম কনডাক্টর মার্কেটিং বিভাগের প্রভাষক সাবিকুন নাহার বিপাশা বলেন, শিক্ষার্থীদের কোর্স সম্পর্কিত জ্ঞানের প্রয়োগ ও বাস্তবমুখী ধারণা দিতেই এ উদ্যোক্তা উৎসবের আয়োজন করেছি। এতে করে নতুন উদ্যোক্তা হতে যে ভয় সকলের মাঝে কাজ করে তা কমে যাবে। আশাকরি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের উদ্দেশ্য সফল হবে।
প্রসঙ্গত, উদ্যোক্তা উৎসবের স্টল গুলোতে পাওয়া যাবে প্রাণ আরএফএল, ক্রিমিব্লাস্ট, নাজ ব্লুমিং ,মেরিকো, অর্গানিক সলিউশন, ফ্রেশ কো ও মৃত্তিকার পণ্য সামগ্রী।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com