সদর দক্ষিণ প্রতিনিধিঃ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে লালমাই পাহাড়ের লালমাটি কাটার অভিযোগে ৪ জনকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন আদর্শ সদর উপজেলার ২ নং উত্তর দূর্গাপুরের মৃত. ছবু মিয়ার ছেলে মোঃ ইউসুফ (২২), সদর দক্ষিণ উপজেলার রাকাশে^র পাড় গ্রামের মৃত. আবদুর রহমানের ছেলে মোঃ রফিক (২৮), একই গ্রামের মৃত. ফজলু মিয়ার ছেলে ফয়েজ আহাম্মেদ (৩৫) এবং আনা মিয়ার ছেলে সুমন (২৪)।
সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় গোপন সংবাদ পেয়ে উপজেলার বড় ধর্মপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপালী মন্ডল জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫ সংশোধিত (২০১০) ৬ এর (খ) আইন লঙ্ঘন করার দায়ে ৪ জন আসামিকে তাদের অপরাধের পরিমাণ বিবেচনা করে ১৫ দিন করে কারাদন্ড দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পাহাড় কাটার সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রনালয়ের কুমিল্লা জেলা শাখার উপ- সচিব মোঃ শামসুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপালী মন্ডল, উপজেলা সহকারী নির্বাহী কর্মকর্তা (ভূমি) ফারহানা জাহান উপমা, সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম (পিপিএম), উপ-পরিদর্শক ফরিদ আহাম্মেদ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com