কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলায় গত ১৫ মে রোববার দুপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে জুয়েল মিয়া মৈশান (২৬) নামে এক যুবকের মৃত্য হয়েছে। জুয়েল মিয়া মৈশান ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের মোঃ বাবুল মিয়া মৈশানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ঘটনার দিন দুপুরে জুয়েল মিয়া মৈশান তার নিজ বাড়ির গোয়াল ঘরের বৈদ্যুতিক বাল্বের হোল্ডার সংযোগ করার সময় তাড়ে জড়িয়ে অজ্ঞান হয়ে মাটিকে লুটিয়ে পরে। বাড়ির লোকজন ও এলাকাবাসী আহত জুয়েল মিয়া মৈশান কে ঘটনা স্থল থেকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
পরে ব্রাহ্মণপাড়া থানার এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নিহতের লাশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তেরর জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করে।
এ ব্যপারে নিহতের মা মুরশেদা বেগম বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com