কুমিল্লায় লাইসেন্সবিহীন ৪৫টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার দিনভর অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন|
তিনি জানান, বিভিন্ন উপজেলায় আমাদের একাধিক টিম কাজ করেছে। তারা ৪৫টি প্রতিষ্ঠান বন্ধ করেছে। অবৈধের তালিকায় আরও কিছু প্রতিষ্ঠান আছে। ওইসব প্রতিষ্ঠানে রোগী ভর্তি থাকায় মানবিক কারণে তাৎক্ষণিক বন্ধ করতে পারিনি। তবে অব্যাহত অভিযানে এসব প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হবে।
সূত্র জানায়, কুমিল্লা জেলায় ৪০৪টি বৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল হাসপাতাল ও ব্লাড ট্রান্সফিউশন সেন্টার রয়েছে। এদের মধ্যে ১৮৪ টি হাসপাতাল, ২০৬ টি ডায়াগনস্টিক সেন্টার, ১২ টি ডেন্টাল হাসপাতাল ও ২টি ব্লাড ট্রান্সফিউশন সেন্টার।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com