জেলার বুড়িচংয়ের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের শেফা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না থাকায় এবং সাইফুল ফার্মেসির লাইসেন্স না থাকায় এই জরিমানা করা হয়। ভ্রাম্যমানণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেস্টট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হালিমা খাতুন এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু বাসসকে বলেন, উপজেলা সদরের শেফা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা এবং সাইফুল ফার্মেসির লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরোও বলেন, উপজেলায় অনিবন্ধিত ক্লিনিক, হাসপাতাল,ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি ড্রাগ লাইসেন্স, বৈধ কাগজপত্র, নবায়ন না থাকাসহ মেয়াদোত্তীর্ণ সামগ্রী রাখার বিরুদ্ধে এবং জনগণের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও বুড়িচং থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com