কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ফলাফল বহু আগে থেকেই জানতেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, দেশের মানুষ দেখেছেন কুমিল্লার নির্বাচন কী হয়েছে। অথচ, আমরা বহু আগে থেকেই জানি কী হবে। এ জন্যই আমরা কোনো নির্বাচনে যাচ্ছি না।
তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানেই তাদের বৈধতা দেওয়া। দেশকে রক্ষা করতে চাইলে গণতন্ত্রের পুনরুদ্ধার ছাড়া বিকল্প নেই।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতাও হরণ করেছে। আর বিএনপি সেই গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছে। সামনেও আমাদের লক্ষ্য গণতন্ত্র ফিরিয়ে আনা। এ জন্য সব মানুষকে জাগিয়ে তুলে আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে হবে।
মির্জা ফখরুল বলেন, আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে। এতকিছুর পরও আমরা থেমে নেই। নিঃসন্দেহে আন্দোলনের মধ্যমে এ অবস্থার পরিবর্তন ঘটাব।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com