কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারকে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান বলেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সদ্য বিজয়ী মেয়র আরফানুল হক রিফাতকে নিয়ে করা এক মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি দানি করেন, ‘তিন হাজার পুলিশের মধ্যে তিন ৪/৫ জন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা নির্বাচনকে নস্যাৎ করার চেষ্টা করেছে। কয়েকজন চিহ্নিত পুলিশ কর্মকর্তার একজন সোহান সরকার। যার বাবার মুক্তিযোদ্ধা সনদ ভুয়া বলে ভাতা আটকে দেওয়া হয়েছিল। তিনি আমার কাছে এসে বললেন, আমার বাবা সত্যি মুক্তিযোদ্ধা। স্যার আপনি যদি একটু বলে দেন তাহলে আমার বাবার মুক্তিযোদ্ধা ভাতাটা পাবে। আমি বলছি, সোহান সরকার ভুয়া মুক্তিযোদ্ধা সন্তান আবার তদন্ত হওয়া দরকার। সে যেখানে নৌকার ব্যাজ দেখেছে, সেখানে পিটিয়েছে। সে আমার নৌকার কর্মীদেরকে পিটিয়ে বেহুঁশ করে ফেলেছে।’
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, ‘নির্বাচনে এমন কোনও কিছু ঘটেনি। আমি কারও ওপর প্রভাবিত হওয়ার কোনও প্রশ্নই আসে না। আমিতো ওনার সঙ্গে এমন কোনও কিছু করিনি। আমার বাবা গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা। আমি বুঝলাম না তিনি কেন করলেন এমনটা। কেন বলেছেন এমন কথা আমি জানি না। নির্বাচনতো সুষ্ঠু হয়েছে তাই না। তাহলে এখন ব্যক্তিগত বিষয় নিউজ হবে!’
সূত্রঃ বাংলাট্রিবিউন
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com