ডেস্ক রিপোর্টঃ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দারুণ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দারুণ স্পোর্টসম্যানশিপ দেখানোয় প্রশংসিত হচ্ছেন তামিম ইকবাল। তবে সেই ম্যাচেই ধীরগতির ওভার রেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে কুমিল্লা অধিনায়ক ও তার সতীর্থদের।
বিপিএল বুধবার রাতের সেই ম্যাচে সব দিক বিবেচনায় নেওয়ার পর নির্ধারিত সময়ে দুই ওভারের ঘাটতি ছিল তামিমদের।
অধিনায়ক হওয়ায় ম্যাচ ফির ৪০ শতাংশ কাটা যাবে তামিমের। দলের বাকিদের জরিমানা ম্যাচ ফির ২০শতাংশ।
ম্যাচ শেষে মাঠের আম্পায়ারদের অভিযোগ মেনে নেন তামিম। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এর আগে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষেই মন্থর ওভার রেটের কারণে জরিমানা হয়েছিল মাশরাফি বিন মুর্তজা ও রংপুর রাইডার্সের। একই কারণে জরিমানা গুণতে হয়েছিল নাসির হোসেন ও সিলেট সিক্সার্সকে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com