করোনা পরিস্থিতির কারণে দুই বছর তিন মাস ১৪ দিন পর পুনরায় কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার চালু হয়েছে। এতে বন্দর এলাকায় ফিরেছে প্রাণচাঞ্চল্য। সোমবার (২৭ জুন) থেকে দুই দেশে আসা-যাওয়া করছেন যাত্রীরা।
বিবিরবাজার স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা (চলতি দায়িত্ব) হারাধন চন্দ্র পাল জানান, ২০২০ সালের ১৪ মার্চ থেকে এ বন্দর দিয়ে ভারত-বাংলাদেশে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ দুই বছরের বেশি সময় পর বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে ২৭ জুন থেকে বন্দর খুলে দেওয়া হয়।
তিনি আরো জানান, দুই বছর মানুষের যাতায়াত বন্ধ থাকলেও আমদানি-রফতানি স্বাভাবিক ছিল। বাংলাদেশ থেকে নিয়মিত সিমেন্ট যেত, ভারত থেকে পেঁয়াজ-আদাসহ ৩৮টি পণ্য আসত।
বিবিরবাজার ইমিগ্রেশন কর্মকর্তা আবদুল হামিদ জানান, সোমবার ও মঙ্গলবার ভারত থেকে ২৫ জন বাংলাদেশে আসেন। এছাড়া বাংলাদেশ থেকে ৫ জন ভারতে যান। কয়েকদিনের মধ্যে বন্দর আরো প্রাণচঞ্চল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com